এ গ্রন্থের মধ্যে কুরআন মাজিদে আলোচিত বিভিন্ন বিষয় সংক্রান্ত আয়াতসমূহ বিভিন্ন স্থান থেকে খুঁজে বের করে পার্ট আকারে তুলে ধরা হয়েছে
এ তাফসীরটি পড়ে যে কেউ,যেকোন বয়সের মানুষ বিভিন্ন বিষয়ে কুরআনের বক্তব্য খুব সহজে জেনে নিতে পারবেন।
কুরআনের এমন অনেক আয়াত আছে যেগুলোর শানে নুযূল বা ব্যাখ্যা না জানলে আয়াতের মর্ম বুঝা যায় না। সেজন্য প্রয়োজনীয় ক্ষেত্রে শানে নুযূল ও ব্যাখ্যা দেয়া হয়েছে।
আয়াতের সহজসরল বাংলা অনুবাদ দেয়া হয়েছে সাথে সাথে এটা কোন্ সূরার কত নম্বর আয়াতে আছে সবকিছু উল্লেখ করা হয়েছে।
এ তাফসীরটি হাদীসের কিতাবের ন্যায় পর্ব ও অধ্যায় আকারে সাজানো হয়েছে। যাতে যেকোন বিষয় খুব সহজে পাওয়া যায় ও জানা যায়।
যারা আরবি জানেন না কিন্তু কুরআনের আলোকে ইহকাল গড়তে চায়, তাদের জন্য এই কিতাব একমাত্র সহায়ক।
KA-11/2A, Havely Center, Level-5 Bashundhara R/A Main Road Dhaka-1229, Bangladesh
(880) 1707-207-070